ঢাকা: লাইসেন্স নবায়ন, ওএমএসের চাল বিক্রি, ফেয়ার প্রাইস নির্ধারণ ও খাদ্যশস্য সংগ্রহসহ বিভিন্ন কার্যক্রমে ঘুষ লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ সেপ্টেম্বর) অভিযান পরিচালিত হয় এবং এতে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ দপ্তর।দুদক সূত্রে জানা গেছে, ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের মধ্যে ছিল খাদ্য গুদামের চাল অবৈধভাবে মুড়ি তৈরির কারখানায় বিক্রি, লাইসেন্স নবায়নে অনিয়ম, ওএমএস কার্যক্রমে দুর্নীতি ও ডিলার নিয়োগে স্বচ্ছতার অভাব।অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও পিয়নকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি, আগের অনিয়মিত ডিলারদের নিয়োগ বাতিল করে বর্তমানে ওপেন লটারি পদ্ধতিতে নতুন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট টিম জানিয়েছে, অভিযানে প্রাপ্ত সব তথ্য ও প্রমাণ...