বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন, তা জানা যাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর। লন্ডন বৈঠকের পর থেকেই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, মির্জা ফখরুল দেশে ফিরলে তারেক রহমানের দেশে ফেরার সূচি নির্ধারণ হবে। তিনি বলেন, "আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি সংবাদ সম্মেলনে জানাবেন কবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন।" দলীয় সূত্র বলছে, তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরতে পারেন, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সরাসরি নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে নেতাকর্মীরা আশাবাদী। এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রস্তুতি...