বাংলাদেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয়। এর ফলে দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বৃষ্টি বলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তবে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এ সময় রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীতেও বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি মাঝারি মাত্রায় থাকবে। কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকিও থাকতে পারে। বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগে ভারি থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ-নদীর পানি...