ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে থাকা ঘর থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ির ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান ভূল্লী থানার এসআই দিন মোহাম্মদ। মৃতরা হলেন- সুমিলা রানী (৪০) ও তার মেয়ে শাপলা (২০)। সুমিলা ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী। স্থানীয়দের ভাষ্যমতে, শাপলা একজন প্রতিবন্ধী ছিলেন। গ্রামের কিছুটা নির্জন এলাকায় ওই বাড়িতে জগদীশ রায় থাকতেন না। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সুমিলা রানী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। তবে কয়েকদিন ধরে তাদের কোনো সাড়া-শব্দ না পাওয়া যাচ্ছিল না। এসআই দিন মোহাম্মদ বলেন, সোমবার বিকালে এনজিও কর্মী কিস্তির টাকা নিতে ওই বাড়িতে যান। তিনি পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।...