বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এ অবস্থায় দলটি নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তিন বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও, তার আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে চলেছে। সূত্র জানায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা তিনজনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন। এই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন। তবে রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন। দলটির নির্বাচনের রীতি অনুযায়ী, সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়। ডা. শফিকুর রহমান ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। ২০২০ সালের ৫ ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে...