নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে কিছু সংবাদ মাধ্যমে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড–এর ব্যবসায়িক কার্যক্রম, কারখানা পরিচালনা এবং উৎপাদন প্রক্রিয়া নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ডমিনেজ স্টিল জানিয়েছে, এটি একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি। প্রতিষ্ঠার শুরু থেকেই প্রতিষ্ঠানটি কারখানায় মূলত MS পণ্যের ফ্যাব্রিকেশন, পেইন্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে। প্রকল্পের বড় অংশের কাজ সরাসরি নির্মাণস্থলে পরিচালিত হয়। ফলে প্রতিদিন কারখানায় উৎপাদন চালু রাখার প্রয়োজন হয় না। বর্তমানে কোম্পানির দুটি কারখানা রয়েছে—একটি আশুলিয়ার আউকপাড়ায়, অপরটি নরসিংদীর পলাশে। আশুলিয়ার কারখানাটি আধুনিক প্রযুক্তিনির্ভর এবং বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অন্যদিকে, পলাশের কারখানাটি কোম্পানির প্রথম কারখানা, যা অনেকাংশে হাতে চালিত। বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমের বড় অংশ আশুলিয়ার কারখানার ওপর নির্ভরশীল। কোম্পানি জানিয়েছে, কাজের ধরন নিয়মিত না...