শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টালিগঞ্জে মুক্তি পেয়েছে নতুন বেশ কয়েকটি সিনেমা। সেসবের অন্যতম ‘যত কাণ্ড কলকাতাতেই’। ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন নওশাবা। অনীক দত্ত পরিচালিত ছবিটি এরই মধ্যে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। সাধারণ মানুষের পাশাপাশি ছবিটি দেখছেন সেখানকার বিনোদন অঙ্গনের মানুষেরাও। তাদের কেউ কেউ নওশাবার প্রশংসায় পঞ্চমুখ। কারণ জয়া, ফারিণের পর নতুন আরেক অভিনেত্রীর অভিষেক হলো সেখানে। ভিসা জটিলতার কারণে সিনেমা মুক্তি উপলক্ষে প্রচারণায় যেতে পারেননি নওশাবা। এমনকি সরাসরি দর্শকদের প্রতিক্রিয়াও জানা হচ্ছে না তার। জাগো নিউজকে তিনি বলেন, ‘যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে কলকাতার অলিগলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।’ নওশাবা জানালেন সিনেমার গল্পে তিনি একজন বাংলাদেশি। নিজ শেকড়ের সন্ধানে কলকাতায় গিয়ে জড়িয়ে পড়েন এক রহস্যময় ঘটনায়। ছবিতে তার অভিনয়ের বিষয়ে কী বলছে সেখানকার...