মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ সম্প্রতি অনুষ্ঠিত বিএনপি মালয়েশিয়া শাখার কমিটি পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। সাংস্কৃতিক পর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেত্রী শামা আক্তার আনিকা মাহিকে মঞ্চে তোলা হলে প্রবাসী বিএনপি সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল। এ ছাড়া উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী মো. মনির খান, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ-সভাপতি এস এম রহমান (তনু), আব্দুল জলিল লিটন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন এবং সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহউদ্দিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা। প্রবাসীরা...