নিজস্ব প্রতিবেদক : গাজা যুদ্ধ বন্ধ ও ইসরাইলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন আরব ও মুসলিম দেশ। খবর আল জাজিরার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:ইসরাইল অধিকৃত পশ্চিম তীর পরিচালনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে "আন্তরিক" বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়,"আমরা গাজা যুদ্ধের অবসান, সেখানে মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং জিম্মি ও বন্দিদের মুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র, আঞ্চলিক রাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।" পূর্ব জেরুজালেমসহ গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূমি ও প্রতিষ্ঠান একত্রিকরণ। এক যৌথ বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্ব ও গাজায় যুদ্ধ থামাতে তার আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানান। “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত...