৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম আফগানিস্তান আবারও বড় ধরনের যোগাযোগ ও তথ্যপ্রবাহের জটিলতার মুখোমুখি। দেশটির তালেবান সরকার ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করার কয়েক সপ্তাহের মধ্যেই এবার পুরো দেশজুড়ে টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছে। এর ফলে নাগরিক, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ সারাদেশে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট এবং স্যাটেলাইট টেলিভিশন কার্যক্রম প্রায় বন্ধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আন্তর্জাতিক নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে ‘সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে। তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি, তবে এক কর্মকর্তা জানিয়েছেন, এই ব্যবস্থা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ চালু থাকবে। আফগানিস্তানের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অফিসও এই সময়ে...