ঢাকা: দেশের মানুষ এখন নির্বাচনমুখী, আর যারা ভোটকে বাধাগ্রস্ত করতে চায়—জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না। সব ধর্ম ও বর্ণের মানুষের সমন্বয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে দলটি। সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের পূর্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য।এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভাজন দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। দেশি-বিদেশি...