ঢাকা: ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সোমবার (২৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) নিউইয়র্কের একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।আলোচনার মূল বিষয় ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় দশ লক্ষ শরণার্থীর জন্য মানবিক কার্যক্রমে তীব্র তহবিল ঘাটতির সমস্যা। বিশেষ উদ্বেগ ছিল শিবিরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা পরিষেবায় এই তহবিল কাটছাঁটের প্রভাব নিয়ে।অধ্যাপক ইউনূস বলেন, দাতাদের তহবিল কাটা একটি বড় চ্যালেঞ্জ, যা ইতোমধ্যে কিছু স্কুল বন্ধ করার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এর ফলে হাজার হাজার রোহিঙ্গা শিক্ষক তাদের চাকরি হারিয়েছেন। তিনি এটিকে একটি বিপর্যয় হিসেবে অভিহিত করেন এবং বলেন, শিবিরে শিক্ষা লক্ষ লক্ষ রোহিঙ্গা শিশুর জন্য আশা জাগিয়েছে। তার উদ্বেগ...