নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে ‘জুলাই বিপ্লব’ এবং ৫ আগস্ট সংঘটিত রাজনৈতিক উত্তেজনার পর বেশ কিছু আওয়ামী লীগ নেতা, আমলা, পুলিশ ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তির কলকাতায় আশ্রয় নেওয়ার খবর পাওয়া যায়। এখন তাদের বিস্তারিত তথ্য একটি ডেটাবেস আকারে সংগ্রহ করছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)। ১০ আগস্ট পর্যন্ত এই ডেটাবেসে ৭৩৪ জন ব্যক্তির তথ্য সংরক্ষিত হয়ে গেছে। এর মধ্যে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তার নাম রয়েছে। বেশ কিছু উচ্চপদস্থ ব্যক্তির কলকাতা ঠিকানা, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে notable names হল: ঠিকানা – অ্যাপার্টমেন্ট ১০২, গুলমহর, ৬০ মিডল্টন স্ট্রিট, কানকারিয়া এস্টেট, কলকাতা মুখ্য সচিব ও পিএস‑১ পদে দায়িত্ব পালন করেন। পশ্চিমবঙ্গের কলকাতা সদরে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর APS‑1 এবং ঢাকার ডিসি পদে দায়িত্ব পালন করেছিলেন।...