আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) এ ঢাকা বিভাগ থেকে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন তারা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মোট ২৫ জন পরিচালকের মধ্যে জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচনের জন্য ৩টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন বাতিল করেছে...