ক্রীড়াঙ্গনে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। জাতিসংঘের একদল বিশেষজ্ঞ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিষিদ্ধের দাবি তোলার পর এবার ৫০ জন সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড় যুক্ত হলেন এই উদ্যোগে। যেখানে রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবার মতো তারকারা।তারকা এই ৫০ খেলোয়াড়ের একত্রিত সই করা একটি চিঠি পাঠিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে। স্পষ্টভাবে তাদের দাবি একটাই, উয়েফার প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করা।ইসরায়েলকে নিষিদ্ধ করতে যে ৫০ খেলোয়াড় সাইন করেছেন তাদের মধ্যে রয়েছে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি, মোনাকোর ফরাসি মিডফিল্ডার পল পগবা, ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি...