৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম মধ্যপ্রাচ্যের দীর্ঘকালীন সংঘাতের মধ্যে নতুনভাবে গাজায় যুদ্ধবিরতি ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনা সফল না হলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গাজায় শান্তি প্রতিষ্ঠার নতুন প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক দৃষ্টি এখন কাতার, ইসরায়েল ও ফিলিস্তিনের দিকে কেন্দ্রিত। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসরায়েল, ইউরোপ এবং আরব অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত ২০টি পয়েন্ট সম্বলিত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবের মূল উদ্দেশ্য হলো গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা, একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা এবং হামাসকে অস্ত্র সমর্পণের...