রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। নিউইয়ের্ক স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) তাদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রাখাইন রাজ্যে অবনতিশীল মানবিক পরিস্থিতি, কক্সবাজারে এক মিলিয়নেরও বেশি শরণার্থীর জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে গভীর আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, গত ১৮ মাসে প্রায় এক লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা মানবিক সংকটকে আরও ঘনীভূত করেছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, মঙ্গলবারের ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন—যা প্রথমবারের মতো শুধু রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত হচ্ছে, এতে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপন করা হবে। ড. ইউনূস...