সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, তারা মধ্যপ্রাচ্যে শান্তি আনার পথে ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প বললেন, ‘অন্তত ন্যূনতমভাবে হলেও, আমরা খুব, খুব কাছাকাছি।’ তিনি ২০ দফার একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন, যা দিয়ে গাজায় যুদ্ধ থামানো এবং ফিলিস্তিনি ভূখণ্ডে আটকানো ইসরায়েলি বন্দিদের মুক্ত করার চেষ্টা হবে। কূটনৈতিক সূত্র বলছে, হামাসের প্রতিনিধি দল ইতিমধ্যেই এ পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। ট্রাম্প নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এটা এক বড় দিন, দারুণ এক দিন। শুধু গাজার জন্য নয়, তার বাইরেও। একে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি, আমি বলি চিরশান্তি।’ তিনি জানান, বৈঠকে ইরান, বাণিজ্য, আব্রাহাম চুক্তির সম্প্রসারণসহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাই ছিল গাজার যুদ্ধ শেষ করার উপায়। ট্রাম্প...