৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি' জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর ২ এর এমপি মনোনয়ন প্রত্যাশিত ডা. মাজহারুল আলম। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের আয়োজিত একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজা উৎসবে নিরাপত্তা নিশ্চিত করতে তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আছি। তিনি আরো বলেন, সনাতনীদের এই উৎসব বহু বছরের বহু দিনের, যা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়ে আসছে। এটি বাঙ্গালী জাতির একটি ঐতিহ্য। তিনি সনাতনীদের অভয় দিয়ে বলেন ” তারেক রহমানের স্পষ্ট মেসেজ – বিএনপি এই ঐতিহ্যকে সম্মান করেন এবং এর নিরাপত্তাবিধান ব্যবস্থা নিশ্চিত করতে সকল প্রস্তুতি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।” পূজামণ্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন...