৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ পিএম মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের প্রধান সড়কের বেহাল অবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অথচ এই ইউনিয়নেই বাস্তবায়িত হচ্ছে দেশের অন্যতম বড় সরকারি মেগা প্রকল্পসমূহ—মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলপিজি টার্মিনাল, ভাসমান তেল সংরক্ষণ কেন্দ্রসহ হাজার হাজার কোটি টাকার কর্মযজ্ঞ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-সচিব থেকে শুরু করে আন্তর্জাতিক পরামর্শক ও প্রকৌশলীরা নিয়মিত যাতায়াত করেন এই সড়ক দিয়ে। কিন্তু রাস্তার অবস্থা দেখে বোঝার উপায় নেই যে এ এলাকাই দেশের মেগা প্রকল্পের প্রাণকেন্দ্র। কাদা, গর্ত আর ভাঙাচোরা রাস্তায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। সাপমারার ডেইল থেকে সুতুরিয়া পর্যন্ত সড়কের প্রতিটি ইঞ্চিতে কাদা ও পানির স্তর জমে আছে। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানা-খন্দ। কোথাও হাঁটাচলাও অসম্ভব, কোথাও আবার ছোট যানবাহন চলাচলে রয়েছে...