ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ২১ দিনে বেনাপোল বন্দরে এসেছে ৭ হাজার ১০০ মেট্রিক টন চাল। ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চালের প্রথম চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে। ৪০ দিনের মধ্যে ২১ কার্যদিবসে প্রায় ৭৫টি চালানে ২০৩টি ট্রাকে করে ৭ হাজার ১০০ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক ফয়সাল আহসান সজীব মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানান। জানা যায়, সরকার চালের অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে দেশের সব বন্দর দিয়ে চাল আমদানির অনুমতি দেয়। এরই ধারাবাহিকতায় গত ২১ আগস্ট বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। আমদানি করা চাল ছাড়করনের জন্য বেনাপোল কাস্টমস হাউসে চার থেকে পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্ট কাজ করছে। বন্দরের ৩১ নম্বর শেডে আমদানি করা চালের খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়। বেনাপোল...