গাজার জন্য যৌথভাবে একটি নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউজ থেকে এ বিষয়ে বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে ‘সভ্যতার ইতিহাসে অন্যতম সেরা দিন’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, এই উদ্যোগ ‘চিরস্থায়ী শান্তির’ পথ তৈরি করতে পারবে। অতিরঞ্জন বাদ দিলেও এটি গাজায় চলমান দুই বছরের যুদ্ধ শেষ করার ক্ষেত্রে এক বড় মাইলফলক। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ওভাল অফিসে ডেকে এনে অবশেষে তাকে এমন এক যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত করান, যা আরব ও মুসলিম বিশ্বের অনেক নেতার সমর্থন পেয়েছে। এই পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ জন ইসরায়েলি জিম্মি এবং জিম্মিদের মরদেহ ফেরত দিতে হবে।...