প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ ইবাদত হজ। প্রতিবছর লাখো মুসলমান সৌদি আরবের মক্কায় গিয়ে এই মহান ইবাদত পালন করেন। গেল কয়েক বছর বাংলাদেশে হজ প্যাকেজের উচ্চমূল্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এবার সুখবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ২০২৬ সালের হজে খরচ আগের তুলনায় কম হবে বলে জানিয়েছে তারা। ধর্ম মন্ত্রণালয় তিনটি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে— * প্যাকেজ-১ (বিশেষ প্যাকেজ): খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এতে হারাম শরীফ থেকে ৫০০–৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা পাওয়া যাবে।* প্যাকেজ-২ (সুলভ প্যাকেজ): খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৮৮১ টাকা। এতে হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটার দূরত্বে আবাসন সুবিধা থাকবে।*প্যাকেজ-৩ (সাশ্রয়ী প্যাকেজ): খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এতে আজিজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে।...