নিউজিল্যান্ড সফর থেকে চোটের কারণে ছিটকে গেলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। হাতের কব্জিতে চোট পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। দলের সঙ্গে অনুশীলনের সময় চোট পান তিনি। নিউজিল্যান্ডে এখনও সিরিজ শুরু হয়নি অস্ট্রেলিয়ার। এর আগেই দল ছেড়ে দেশে ফিরতে হচ্ছে ম্যাক্সওয়েলকে। তবে কত দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সেটি এখনও পরিষ্কার করেনি অজিদের মেডিকেল টিম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ফিলিপ। যদিও চোট ও ব্যক্তিগত কারণে জশ ইংলিস, ক্যামেরুন...