সম্প্রতি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা নিয়ে ভারতসহ এ অঞ্চলের সামনে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে সম্প্রতি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরব একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা নিয়ে ভারতসহ এ অঞ্চলের সামনে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। বিষয়টিকে পাকিস্তানের চিরবৈরী রাষ্ট্র খুব একটা ভালো চোখে দেখছে না। এর নানা কারণও রয়েছে। মূলত সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়। অন্যদিকে সৌদি আরব অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও সামরিকভাবে অপেক্ষাকৃত দুর্বল। সৌদি আরব ও পাকিস্তান উভয়ই সুন্নি-মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তাদের মধ্যে শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সৌদি আরব অর্থনৈতিক সংকটের সময় পাকিস্তানকে বহুবার সাহায্য করেছে এবং বিনিময়ে পাকিস্তান সৌদি আরবকে নিরাপত্তা সহযোগিতার আশ্বাস দিয়ে এসেছে...