নিজস্ব প্রতিবেদক : আল-কোরআনে বহুবার ‘সাত আসমান’ শব্দগুচ্ছ এসেছে। বিশেষ করে সূরা মুলক (৩ নম্বর আয়াত) এবং সূরা নূহ (১৫ নম্বর আয়াতে) বলা হয়েছে, আল্লাহর সৃষ্টি সাতটি আসমান বা আকাশের স্তরবিশিষ্ট, যেগুলোর মধ্যে কোনো ত্রুটি নেই। এই আসমান বা আকাশের স্তরগুলো কী কী এবং কীভাবে আমাদের আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা বহু মনোযোগের বিষয়। আরবিতে আকাশকে ‘সামা’ (একবচন) ও ‘সামাওয়াত’ (বহুবচন) বলা হয়। ‘সাত আসমান’ বা ‘সপ্ত স্তর’ কুরআনের ভাষায় বহুবার ব্যবহৃত হয়েছে, যা কেবল পৃথিবীর বায়ুমণ্ডল নয়, বরং মহাবিশ্বের বিভিন্ন স্তর ও মাত্রার ইঙ্গিত দেয়। অনেকে সাত আসমানকে কেবল কাল্পনিক বা পৌরাণিক কল্পনা মনে করেন, কারণ আধুনিক বিজ্ঞানে এর সরাসরি প্রমাণ নেই। আবার কেউ কেউ এটিকে পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সঙ্গে তুলনা করেন। তবে এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়...