নিজস্ব প্রতিবেদক : আগামী বছর (২০২৬ সালের) হজ পালনে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি পৃথক প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্যাকেজ ঘোষণা করেন হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। অন্তর্ভুক্ত: খাওয়া, কোরবানি, উন্নত সেবা ও আবাসন সুবিধা। অন্তর্ভুক্ত: সীমিত সুবিধা সহ একটি কম খরচের প্যাকেজ। বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত প্রতিটি প্যাকেজেই খাবার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতি সৌদি রিয়াল ৩২.৮৫ টাকা ধরে প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে। রিয়ালের দামে পরিবর্তন এলে খরচ সমন্বয় করা হবে। গত বছর হাবের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দুইটি পৃথক পক্ষ নিজেদের মতো করে হজ প্যাকেজ ঘোষণা করেছিল। এছাড়া, ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি নির্ধারিত সরকারি প্যাকেজ রয়েছে, যার খরচ ৫,০৯,১৮৫ টাকা। এই প্যাকেজকে...