জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তার সঙ্গে পালিয়ে যান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মীও। দেশে দলের কার্যক্রম স্থগিত থাকলেও সীমান্তের ওপারে বসেই তারা বৈঠকসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবার কলকাতায় অবস্থানরত এসব নেতাকর্মীদের তালিকা তৈরি শুরু করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি। দৈনিক আমার দেশ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংস্থাটি ইতিমধ্যেই *৭৩৪ জন পলাতক আওয়ামী লীগ নেতার একটি পূর্ণাঙ্গ তালিকা* প্রস্তুত করেছে। তালিকায় তাদের নাম, ঠিকানা, পাসপোর্ট নম্বর ও টেলিফোন নম্বরও যুক্ত রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব পলাতক নেতাদের কাছে এখনও বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। অথচ গত ৫ আগস্টের পরপরই বাংলাদেশ সরকার তাদের পাসপোর্ট বাতিল ঘোষণা করেছিল। বাতিল হওয়ার পরও তারা কিভাবে নতুন করে পাসপোর্ট হাতে পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র জানায়, কলকাতায়...