ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হলো হজ। জিলহজ মাসের ৯ তারিখ থেকে ইহরাম বেঁধে আরাফার মাঠে অবস্থানসহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কিছু আমল করে কাবাঘর তাওয়াফ করতে হয় হজের মাধ্যমে। এবার ২০২৬ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়। হজ প্যাকেজের তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। এর আগে...