লক্ষ্মীপুরের রামগতিতে সোমবার জাতীয় যুব পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তব্য দেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, “পিআর পদ্ধতি ভালো হলেও এটি আমাদের দেশের জন্য নতুন। এখন এই পদ্ধতির নামে সময়ক্ষেপণ হচ্ছে। রাজনীতিবিদদের উচিত, রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দেওয়া।” সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় আয়োজিত সভায় তিনি একথা বলেন। জাতীয় যুব পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। তানিয়া রব বলেন, “স্থিতিশীল ও নির্বাচিত সরকার গঠন করতে না পারলে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব নয়।” জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, “নেপালের মতো দেশে পিআর পদ্ধতির কারণে ১৭ বছরে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।...