দীর্ঘদিন ধরে ১৮ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মাণ চলছে। জনদুর্ভোগ সৃষ্টি করে বেইলি সেতুর পরিবর্তে মানুষ প্রতিনিয়ত সেখানে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন। নানা জটিলতায় প্রকল্পের কাজ কচ্ছপ গতিতে চলছে। এরইমধ্যে আবার নির্মাণ প্রকল্পের কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে কাজ সমাপ্ত হবে এমন আশা করছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান তবে কাজের গতিতে অনির্দিষ্টকালের দুর্ভোগের কথা জানায় স্থানীয়রা। সেতুটি এরইমধ্যে দৃশ্যমান হয়েছে। তবে সেতুটি ব্যবহারে সাধারণ মানুষ সুফল পাবে না বলে দাবি তাদের। অস্বাভাবিক উচ্চতা, রাস্তা এবং সেতুর সামনে নতুন করে দালান গড়ে ওঠায় স্থানীয়রা আশঙ্কা করছেন সেতুটি শুধুমাত্র দেখার জন্যই তৈরি হচ্ছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ প্রকল্পের আওতায়...