এশিয়া কাপে বাংলাদেশ থেমেছে সুপার ফোর পর্বেই। সুপার ফোরে শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জিততে পারলে ফাইনালে খেলতে পারতো দল। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। অধিনায়কত্ব করেন জাকের আলী। তবে দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে লিটনের হৃদয়ের ক্ষত এখনও দগদগে। এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারায় দলের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তিনি। এশিয়া কাপ থেকে বিদায়ের পাঁচ দিন পর সামাজিক মাধ্যমে সমর্থকদের জন্য দেওয়া বার্তায় লিটন লেখেন, '২০২৫ এশিয়া কাপে দল হিসেবে আমরা আমাদের সেরাটা দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে খেলা ও জেতা, তবে দুর্ভাগ্যাজনকভাবে আমরা তা অর্জন করতে পারিনি। বাংলাদেশের অনুরাগী সব সমর্থকের কাছে দল হিসেবে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।' সাইড স্ট্রেনের চোটের কারণে...