যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় তাহলে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো— এমন কথাই জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। এমন আক্রমণের পরিণতি 'ভয়াবহ' হবে বলেও সতর্ক করেছেন তিনি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কারাকাসের ওপর কড়া চাপ বাড়িয়েছে। এর আগে, ভেনেজুয়েলার নৌকাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং এতে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন—যদিও ওয়াশিংটন দাবি করছে এসব অভিযানে লক্ষ্য ছিল লাতিন আমেরিকার মাদকচক্র দমন। ঘটনাপ্রবাহটি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে, এটি মাদুরোর ১২ বছরের শাসন শেষ করার উদ্দেশ্যে বৃহৎ সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে রদ্রিগেস যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, ‘মাদকবিরোধী যুদ্ধের গল্পটি সম্পূর্ণ মিথ্যা।’ তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ভেনেজুয়েলার বিশাল তেল,...