ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে চলমান অস্থিরতার কারণে জারি করা কারফিউ চলছে। গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গত কয়েক দিনে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এরই মধ্যে, গত সপ্তাহে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত বাকি দুইজনের শেষকৃত্য আজ সম্পন্ন হওয়ার কথা। এই পরিস্থিতিতে লাদাখের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে খতিয়ে দেখতে রাজভবনে জরুরি বৈঠক ডেকেছেন লেফ্টেন্যান্ট গভর্নর (এলজি) কবিন্দ্র গুপ্ত। পিটিআই সূত্রে খবর, এলজি'র সভাপতিত্বে এই বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা গভীরভাবে পর্যালোচনা করা হবে। নিষেধাজ্ঞা: লেহ শহরে এখনও মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে। কার্গিলসহ একাধিক সংবেদনশীল এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করার নির্দেশ জারি রয়েছে। পর্যবেক্ষণ: প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, কারফিউ সত্ত্বেও পরিস্থিতি মূলত শান্তিপূর্ণ ছিল। তবে আইনশৃঙ্খলা বজায় রাখতে সংবেদনশীল এলাকাগুলিতে এখনও পুলিশ এবং...