নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে চরম অর্থকষ্টে দিন পার করছেন। মামলার খরচ চালাতে না পেরে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন—এমন তথ্য দিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় সাবেক বিচারপতি মানিককে। এ সময় তার হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, এবং মাথায় হেলমেট পরানো ছিল। নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত কড়া। বেলা ১১:৩০টায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারক আদেশ দেওয়ার পর ফের হাতকড়া পরিয়ে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। ওই একই ভ্যানে ছিলেন আরও দুই আলোচিত আসামি:আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, ডায়মন্ড ওয়ার্ল্ডের...