এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের নাটকীয়তা যেনো শেষ হচ্ছে না। চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতকে ট্রফি না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব আগেই বলেছেন তিনি তার ক্রিকটে ক্যারিয়ারে এমন কিছু আগে কখনও দেখেননি। এবার ম্যাচ-পরবর্তী উপস্থাপনার নাটকীয়তা নিয়ে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভারতের অধিনায়ক। সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছেন, ভরতীয় দল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য কাউকে অপেক্ষা করায়নি বরং ট্রফি নিয়ে পালিয়ে গেছে ওরা। এশিয়া কাপ ২০২৫ ফাইনালে রোববার দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এ বছরের টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের বাকি দুটি ম্যাচের মতোই, এই ম্যাচের পরেও বিতর্ক তৈরি হয়। চ্যাম্পিয়ন হলেও ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত, আর এখান থেকেই বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে চায়নি — যিনি...