এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ বাংলাদেশের। দুই ম্যাচ সামনে রেখে সোমবার জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এশিয়া কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসাবে দেখছেন। সোমবার সন্ধ্যায় টিম হোটেলে উপস্থিত সাংবাদিকদের জামাল ভূঁইয়া বলেন, ‘আসলে এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। কারণ এশিয়া কাপ খেলতে হলে আমাদের জিততে হবে। হংকং এখন সম্ভবত গ্রুপের শীর্ষে (সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে চার পয়েন্ট নিয়ে)। তাদের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ দুই ম্যাচ খেলতে আসছেন হামজা চৌধুরী ও শমিত সোম। থাকবেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামও। হামজা আসবেন ৬ অক্টোবর, পরদিন শমিত। আগামী ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ। ফিরতি ম্যাচ হংকংয়ে ১৪ অক্টোবর। বাছাইপর্বে বাংলাদেশ এ...