চোট পিছু ছাড়ছে না গ্লেন ম্যাক্সওয়েলের। ২০২২ সালে পা ভাঙার পর থেকে প্রায় নিয়মিতই ইনজুরির সঙ্গে লড়ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজেও তাকে পাওয়া যাবে না। ম্যাক্সওয়েলের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার সিরিজ ও আসন্ন বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা খেয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দল। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলেছিলেন। নেটে বোলিংয়ের সময় হাতে আঘাত পান ম্যাক্সওয়েল। চোট এতটাই গুরুতর যে তাকে দেশে ফিরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার বদলে দলে ডাক পেয়েছেন জশ ফিলিপ। চোট ও ব্যক্তিগত কারণে আরও কয়েকজনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। জশ ইংলিস, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস নেই দলে। প্যাট কামিন্সও অনুপস্থিত পিঠের চোটে। ম্যাক্সির চোট তাই অজিদের জন্য বাড়তি চাপ এনেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে...