চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন। এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না।বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি। সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের দক্ষিণ ফটিকছড়ির লেলাং ইউনিয়ন, নানুপুর ইউনিয়ন, খিরাম ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনকালে...