প্রশ্ন:দাঁতে আটকে থাকা খাবার খেয়ে ফেললে কি নামাজ নষ্ট হয়ে যাবে? উত্তর:নামাজের সময় দাঁতের ফাঁকে খাবার আটকে থাকা সাধারণ বিষয়। ইসলামি ফিকহ অনুযায়ী, তা গিলে ফেলার হুকুম নির্ভর করে খাবারের পরিমাণ এবং তা গিলে ফেলার উপায়ের ওপর। যদি দাঁতের ফাঁকে থাকা খাবারের অংশ ছোলার সমান বা তার চেয়ে বড় হয় এবং নামাজের সময় গিলে ফেলা হয়, তাহলে নামাজ নষ্ট হবে। সেই নামাজ পুনরায় আদায় করতে হবে। যদি দাঁতের ফাঁকে থাকা খাবার ছোলার চেয়ে ছোট হয় এবং তা অনিচ্ছাকৃতভাবে চলে যায় বা গিলে ফেলা হয়, তাহলে নামাজ ভাঙবে না। এত ছোট খাবারকে শরীয়তে খাওয়া হিসেবে গণ্য করা হয় না। নামাজের আগে দাঁত পরিষ্কার রাখা উত্তম। খাবারের পরে মিসওয়াক বা দাঁত মাজার ব্যবহার সুন্নত। এটি শুধু মুখ ও দাঁত পরিষ্কার রাখে না,...