৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম ক্ষুদ্র কুঠির শিল্প ও বাণিজ্য মেলার নামে রংপুরের বদর গঞ্জের খোলাহাটিতে চলছে রমরমা জুয়া ও র্যাফেল ড্র’র নামে উন্মুক্ত লটারি। তিনশ রিকশা ও অটোরিকশায় করে রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় পথে-ঘাটে, হাটে-বাজারে, গ্রামগঞ্জের অলিগলিতে বিক্রি করা হচ্ছে লটারির টিকেট। এতে করে প্রতিদিন কমপক্ষে কোটি টাকারও বেশি লুটে নিচ্ছে মেলার আয়োজকরা। আর সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। যার প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। জানা গেছে, রংপুরের বদরগঞ্জ ও দিনাজপুরের পার্বতীপুরের মধ্যবর্তী এলাকা হাসিনা নগরে গত ১৮ আগস্ট এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় প্রবেশ মূল্যের নামে ২০ টাকা দরে টিকেট বিক্রি হচ্ছে। প্রতিদিন রংপুর-দিনাজপুরের বিভিন্ন উপজেলায় টিকেট নিয়ে সবাই বের হয় অটোরিকশা ও রিকশায়। প্রতিটিতে রিকশা-অটোরিকশায় ২০টি বান্ডিলে পাঁচ কালারের ২...