৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়। আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা যেতে পারবেন দেশের অন্যতম উঁচু এই পাহাড়চূড়ায়। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের ভ্রমণে বেশ কিছু শর্ত মানতে হবে। অনুমোদিত পর্যটন কেন্দ্র ছাড়া অন্য কোথাও যাতায়াত করা যাবে না। এছাড়া অবশ্যই ট্যুরিস্ট গাইড, স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভ্রমণ করতে হবে। কেওক্রাডং শুধু দেশের অন্যতম উঁচু পাহাড়চূড়াই নয়, এখানেই রয়েছে দেশের সর্বোচ্চ সড়ক (৯৬৫ মিটার উচ্চতায়)। নিরাপত্তাজনিত কারণে ২০২২ সালের অক্টোবর থেকে বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের বিভিন্ন...