সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ অষ্টমী। এই দিনটির অন্যতম প্রধান আকর্ষণ হলো কুমারী পূজা। ভক্তরা বিশ্বাস করেন, শুদ্ধ, নিষ্পাপ কুমারী বালিকার মধ্যে মা দুর্গার প্রতিরূপ বিরাজমান। তাই প্রতি বছর অষ্টমীর দিনে তাকে দেবীর রূপে পূজা করা হয়। ছবি: মাহবুব আলম রাজধানীর রামকৃষ্ণ মিশন মঠে দীর্ঘদিন ধরে চলে আসা এই আচার এখন পূজার এক অবিচ্ছেদ্য অংশ। আজ সকাল থেকে মাঠ প্রাঙ্গণে ভক্তদের উপচেপড়া ভিড় দেখা যায়। নারী-পুরুষ নির্বিশেষে অনেকে ছোট শিশুদের হাত ধরে এসেছেন শুধুমাত্র কুমারী পূজার দর্শন পেতে। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মন্ত্রপাঠে মঠের পরিবেশ যেন ভরে উঠেছিল ভক্তির আবহে। কুমারী পূজার মূল তাৎপর্য হলো নারীর মধ্যে দেবত্বকে স্বীকৃতি দেওয়া। বালিকাকে দেবীজ্ঞান করে পূজা করার মাধ্যমে নারীর শক্তি ও মর্যাদাকে সম্মান জানান ভক্তরা। সমাজে নারীর প্রতি যে শ্রদ্ধা...