এবারের এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রস্তুতিও ছিল বেশ ভালো। সুযোগ ছিল ফাইনালে খেলার। কিন্তু ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় এমন সুযোগ নষ্ট হয়। সুপার ফোরপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বোলাররা ভালো একটা অবস্থান গড়ে দিয়েছিলেন। কিন্তু বাজে ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশকে। ভক্ত-সমর্থকরা যারপরণাই হতাশ, ক্ষুব্ধ। সুপার ফোরপর্বে শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তান দুই দলের কাছেই হেরেছে বাংলাদেশ। এই দুই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও নেই তিনি। ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে এবার আবেগঘন এক বার্তা দিয়েছেন লিটন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এশিয়া কাপের ব্যর্থতায় সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। ‘আমরা ২০২৫ এশিয়া কাপে দল হিসেবে নিজেদের সর্বোচ্চটাই দিয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছা এবং শিরোপা জয়, দুর্ভাগ্যবশত আমরা তা...