জাতীয় দলের জার্সিতে, লাল সবুজের পতাকাকে প্রতিনিধিত্ব করার সুযোগ, সময়, সম্ভাবনা এমনিতেই দিনকে দিন কমে যাচ্ছিল সাকিব আল হাসানের। দেশের বাইরে বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিবের ব্যাট-বল যখন হাসে তখন আবার তাকে নিয়ে আলোচনা শুরু হয়৷ পাওয়ার আশা জাগে। যেকোনো বয়সেই সাকিবকে একবার কি আর দেখা যাবে? বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টারের শেষটা একটুও কি রঙিন হতে পারে। একটু আধটু সম্ভাবনা যা-ও ছিল, সেটাও যেন শেষ হয়ে গেল কথার লড়াইয়ে। সরাসরি কিংবা মুখোমুখি হলেও হতো, ইঙ্গিতপূর্ণ লড়াইয়ে সাকিবের শেষটা লেখা হয়ে গেল নিশ্চিতভাবেই। ফেসবুক পোস্ট। কার উদ্দেশে বলছেন, কোনো নাম নেই। তবে যারা বোঝার, তারা ঠিকই বুঝছেন, কথাগুলো কাকে নিয়ে বলা। সাকিব আল হাসান ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্ট চলছে এভাবেই। গত ২৮ সেপ্টেম্বর, রোববার সাকিব...