গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ মঙ্গলবার শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার জন্ম দিচ্ছে একটি দলের বিশেষ উপস্থিতি! অস্ট্রেলিয়ায় নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের একটি দল থাকছে উদ্বোধনী ম্যাচের দর্শকসারিতে। উদ্বোধনী এটাকেই অন্যতম আকর্ষণ ভাবা হচ্ছে। তারা অবশ্য আফগানিস্তানের প্রতিনিধিত্ব করছেন না, কারণ আফগান ক্রিকেট বোর্ড তাদের স্বীকৃতি দেয়নি। তবে স্থানীয় লিগে নিয়মিত খেলছেন এই ক্রিকেটাররা। ম্যাচে তাদের আনুষ্ঠানিক কোনও ভূমিকাও নেই, কেবল দর্শক হিসেবে থাকবেন তারা। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি তারঙ্গ গগৈ জানান, ‘বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া পুরো বিষয়টি জানেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। আফগান খেলোয়াড়রা ম্যাচের দিন আসবেন, আমরা সব আয়োজন করে রেখেছি।’ এখনও বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। তবে এ বছরের এপ্রিলে সংস্থাটি...