পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের শারদীয় দুর্গামন্দির, মাটিভাঙ্গা ইউনিয়নের দিঘীরজান হরিসভা মন্দির ও শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর বন্দর সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য দেশবাসীকে সম্প্রীতি বজায় রাখতে উদ্বুদ্ধ করেছে। দল মনে করে ধর্ম যার যার...