জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় গণমিছিলসহ ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার দলের আমির মামুনুল হক ও মহাসচিব জালালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তারা সারাদেশে গণসংযোগ করবেন। এরপর ১০ অক্টোবর ঢাকায় গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকদের স্মারকলিপি দেবেন। কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে বলা হয়, “জুলাই সনদ ও ৫ দফা দাবি কেবল বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মসূচি নয়, বরং দল-মত-ধর্ম নির্বিশেষে এদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ এবং জনগণের মৌলিক অধিকারের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ। “আমরা বলতে চাই, জনগণের দাবিকে অবজ্ঞা করবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্রে নতজানু হয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে অনিশ্চয়তার গভীরে ঠেলে দেবেন...