আসিফ মাহমুদ বলেন, “তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।” এই বিতর্কের সূত্রপাত হয় সাকিবের একটি ফেসবুক পোস্ট থেকে। গত রোববার রাত ৯টার দিকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ জন্মদিন, আপা।’ এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সেই পোস্টকে কেন্দ্র করে সাকিব ও ক্রীড়া উপদেষ্টার মধ্যে দুই দিন ধরে পাল্টাপাল্টি ভার্চুয়াল জবাব দেয়ার ঘটনা ঘটে। আসিফ মাহমুদ সেই ছাড়েও সাকিবের রাজনৈতিক জড়িত থাকার অভিযোগ তোলেন। তিনি বলেন, “ততবার তিনি দেশে...