পরিপাটি সাজের সীমাবদ্ধতায় নিজেকে আবদ্ধ রাখতে কে চায়! কলকাতার ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ অভিনেত্রী উষসী রায় আবারও প্রমাণ করলেন, স্টাইল মানেই সবসময় নিখুঁত গঠন নয়। সম্প্রতি দেখা গেল তাকে ঝাঁকড়া চুলের মেসি লুকে, যেখানে তিনি নিজের ইচ্ছামতো ফ্লোরাল প্রিন্টের কালো টপ ও ম্যাচিং স্কার্টে ধরা দিয়েছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে ঝাঁকড়া চুল ও মেসি লুকই পুরো সাজের সবচেয়ে বড় আকর্ষণ। স্লিভলেস বোল্ড টপ এবং ফ্লোরাল প্রিন্টের স্কার্ট লুকে বেড়িয়েছে চরম আবেদন। বড় স্টেটমেন্ট দুল ও বালা-চুড়ি এ...